আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয় নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল হক প্রামাণিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএফইউজে সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নগর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুর রহমান, রাবি শিক্ষক মোজাম্মেল হোসেন বকুল ও মাহবুবুর রহমান রাশেল, জয় বাংলা সাংস্কৃতিক জোটোর সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, প্রিপ ট্রাস্টের সমš^য়কারী সাইদুজ্জামান শিপন, কবি মঞ্জু রহমান ও শামীম হোসেন উপস্থিত ছিলেন।
অতিথিদের স্বাগত জানান রাজশাহী অফিস প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয়শ্রী ভাদুড়ী।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৬/ রশিদা