বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে নাজনীন সুলতানা ও আবুল কাসেমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, এই দুই পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।
এছাড়া বাকি দুই ডেপুটি গভর্নরের পদে রয়েছেন সিতাংশ কুমার সুর চৌধুরীর (এস কে সুর চৌধুরী) ও আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর সিতাংশ কুমার সুর চৌধুরীর চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন