'সাতে সমুদ্র' এই স্লোগানকে সামনে রেখে ৭ম বর্ষে পদার্পণ করেছে দেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন'।
এ যাত্রার সাথে শরীক হতে শিল্পাঞ্চলের আশুলিয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রতিদিনের সাফল্য ও উন্নতি কামনা করে কেক কাটা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার উদ্যোগে মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে ১৪ পাউন্ডের একটি কেক কাটা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শহীদ ভূইয়া, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ।
উক্ত অনুষ্ঠানে আশুলিয়া প্রেসক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ, আশুলিয়া এলাকায় কর্মরত সাংবাদিকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন