খুলনায় আনন্দঘন পরিবেশে মধ্যে দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টি খাওয়ার আয়োজন করা হয়। বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।
কেক কাটার আগে শুভেচ্ছা বিনিময়কালে অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আর পাঠক-শুভানুধ্যায়ীদের ভালবাসায় বাংলাদেশ প্রতিদিন গণ-মানুষের পত্রিকায় পরিণত হয়েছে। পাঠক নন্দিত এই পত্রিকাটি চিরজীবন পাঠকের মাঝে উজ্জ্বল নক্ষত্রের মতো বেঁচে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা ফকির সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, মামুন রেজা, মো. শাহআলম, মোজাম্মেল হক হাওলাদার, আবু তৈয়ব মুন্সী, তরিকুল ইসলাম, হেদায়েত হোসেন মোল্লা, সুবির রায়, এইচএম আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন পত্রিকার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব