অগণতি পাঠক-শুভানুধ্যায়ীর হৃদয়ের উষ্ণতা ও ভালবাসার অনন্য উচ্ছ্বাসে সিক্ত হয়েছে সর্বাধিক পাঠক প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিস। সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ‘সাতে সমুদ্র’ শীর্ষক শুভার্থী সম্মেলনে ঘটে নানা মত ও পথের মানুষের অভূতপূর্ব সম্মেলন। আলোচনায় উঠে আসে চট্টগ্রামের আঞ্চলিক উন্নয়ন ও সম্ভাবনা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি থেকে শুরু করে সাগর রুনির হত্যাকাণ্ডসহ সমসাময়িক ঘটনা প্রবাহ।
প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শুভার্থী সম্মেলনে আসা নানা শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীলগণ ও শুভার্থীরা একের পর এক ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চলনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, অধ্যক্ষ এস এম ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি (সিইউজে) এজাজ ইউসুফী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুহাম্মদ সাহাবুদ্দিন, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, চাকসু ভিপি এম. নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক তাপস বড়য়া রুমু, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন ও রেখা আলম, সম্মিলিত আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি রঞ্জিত রক্ষিত, সিইউজের সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থসম্পাদক আবসার মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, কবি ও গল্পকার অভিক ওসমান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, শিল্পী অলোকময় তলাপাত্র, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, সংবাদপত্র কম্পিউটার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, বিএনপি নেতা আবদুল মান্নান, এপিপি ও আবৃত্তিকার মিলি চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম আর আজিম, কলামিস্ট মুহাম্মদ মুছা খান প্রমুখ।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চসিকের সাধারণ সভা থাকায় সুধী সমাবেশে উপস্থিত হতে না পারলেও তাঁর পক্ষে ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, একান্ত সহকারি রায়হান ইউসুফ ও জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুর রহিম ফুলেল শুভেচ্ছা জানান। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এ সময় নগরের বাইরে থাকলেও মুঠোফোনে শুভেচ্ছা জানান। একইভাবে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেণু কুমার দে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা জাকির হোসেন, মিজানুর রহমান, জোবেদা আকতারসহ অনেকে।
এছাড়া, দিনভর চট্টগ্রাম অফিসে এসে শুভেচ্ছা জানান সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক তাহের, রেলওয়ে রিপোর্টার্স ইউনিটি চট্টগ্রামের সভাপতি তৌফিকুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আজকের সুর্যোদয় চট্টগ্রাম অফিসের পক্ষে সহকারি সম্পাদক জুবায়ের সিদ্দিকী, বাংলামেইল’র চট্টগ্রাম ব্যুরো প্রধান আলম দিদার, চেম্বারের পক্ষে কর্মকর্তা মোকাম্মেল হক খান, আবৃত্তি সংগঠন বোধনে’র প্রণব চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাসে’র মুজাহিদুল ইসলাম, উচ্চারকে’র মৌসুমী চক্রবর্তী, রক্তদাতা সংগঠন কণিকা’র সাইফুল্লাহ বাবু, আহমেদ নাসিফ, মোহাম্মদ নাসির, মাইজভা-ারি গাউছিয়া হক কমিটি, বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের বরুণ কুমার আচার্য্য, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, আবদুল্লাহ আল মামুন, মো. ইলিয়াস, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম রনি, ছাত্রলীগ নেতা শাহেদ মিজান, ফয়সাল বাপ্পী, বোখারি আজম, শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।
মাহমুদুল ইসলাম বলেন, সত্য প্রকাশে বাংলাদেশ প্রতিদিন যে সাহসী ভূমিকা রেখে চলেছে, আশা করব তা আগামীতেও অব্যাহত থাকবে।
পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজে যত অনিয়ম, সমস্যা থাকে গণমাধ্যম তা প্রকাশ হলে সরকার জনগণের মঙ্গলের জন্য করণীয় করে থাকে। কিন্তু গণমাধ্যম না থাকলে তা কখনোই জনসমক্ষে উঠে আসতো না।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে গণকণ্ঠ অনেকটাই রুদ্ধ। সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তারা সত্য প্রকাশ করতে পারছেন না।
আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বর্তমান সরকার মুক্ত মতে বিশ্বাস করে। ফলে গণমাধ্যমে সরকারের প্রসংশা যেমন হয় তেমনি সমালোচনাও হয়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব