রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ডিং করার পরে রানওয়ে থেকে নিচে ছিটকে গেছে।
মঙ্গলবার বিকেলে পাইলটদের প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন শাহ মখদুম বিমান বন্দর কর্তৃপক্ষ।
শহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাবুর রহমান জানান, বিকেলে গ্যালাক্সি ফ্লাইং একাডেমীর প্রশিক্ষণ চলছিল। এসময় একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ডিং করার সময় রানওয়ের বাম দিকে ছিটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশিক্ষণ প্লেনে থাকা পাইলট ও প্রশিক্ষক দুইজনই অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন