রাজধানীর বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কে শেরপুরগামী একটি বাসের ধাক্কায় রিয়াদ (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
আহতরা হলেন- ইমন (১৪) ও আসাদ (১৬)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এসআই মোস্তাফিজুর।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব