নারায়রণগঞ্জের ফতুল্লায় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের ৭ জনকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফতুল্লার ওসি কামাল হোসেন জানান।
নিহত মনিন্দ্র চন্দ্র ফতুল্লার রঘুনাথপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, একটি মাইক্রোবাসে করে এসে আট যুবক মনিন্দ্র চন্দ্রের বড়িতে ঢোকে এবং তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি মনিন্দ্রের মেয়ের সঙ্গে ঢাকার শ্যামপুরের তুহিন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিন্দ্র কিছু দিন আগে মেয়ের বিয়ে ঠিক করেন। এই খবরে তুহিন দলবল নিয়ে তাকে তুলে আনতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
ঘটনার পরপরই এলাকাবাসী তুহিনের সাত সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে। তবে তুহিন পালিয়ে যায় বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও হামলাকারীদের মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব