রাজশাহী মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জীবন (২৮) নামের এক যুবককে হত্যার পর তার লাশ লেকে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তার বাড়ি ভদ্রা রেললাইন সংলগ্ন জামালপুর এলাকায়।
নিহত জীবনের স্ত্রী আদুরি বেগম জানান, কয়েকদিন ধরে তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে বিবাদ চলছিল জীবনের। মঙ্গলবার রাতে তারা জীবনকে ডেকে নিয়ে যায়। এরপর বুধবার ভোরে তার লাশ পদ্মা আবাসিক এলাকার পাশ দিয়ে যাওয়া লেকে পাওয়া যায়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, জীবনের ডান পা আগে থেকে কাটা ছিল। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে সেজন্য লাশ ময়না তদন্ত করা হবে। এরপর বিষয়টি তারা নিশ্চিত হতে পারবেন। তবে এ ঘটনায় মামলার জন্য নিহতের স্ত্রী থানায় অভিযোগ করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব