আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসউয়িং শামসুদ্দিন দিদার।
বৈঠকে আসন্ন কাউন্সিলকে ঘিরে অলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা