সিলেটের দক্ষিণ সুরমায় জেলের ভয়ে মারা গেছেন এক আসামি। প্রিয়তোষ ভট্টাচার্য (৬৫) নামের ওই ব্যক্তি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নয়াগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় বসবাস ও কদমতলীস্থ জাবের এন্ড ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় চেক ডিজওনার মামলায় পুলিশ তাকে গ্রেফতারের প্রায় আধঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয়তোষ ভট্টাচার্য মারা যান।
দক্ষিণ সুরমা থানার এসআই ফজলুল হক জানান, প্রিয়তোষ ভট্টাচার্য চেক ডিজওনার মামলার আসামি ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে কদমতলী থেকে গ্রেফতার করা হয়। বেলা ১২টার দিকে আদালতে প্রেরণের প্রস্তুতিকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়। পরিবারের লোকজনের সহায়তায় প্রথমে তাকে কদমতলীস্থ একটি ক্লিনিকে ও পরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা