সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বর্তমানে অভিভাবকরা জ্ঞান অন্বেষণের চিন্তা বাদ দিয়ে ফলাফল ভালো করতে ছেলে-মেয়েদের নির্যাতন শুরু করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা সকলে মিলে জিপিএ-৫ এর পেছনে ছুটছেন। তারা এখন আর শিক্ষার্থী নেই, সব পরীক্ষার্থী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তিনদিনব্যাপী সংগীত বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দেশের সংস্কৃতি নিয়ে বলেন, শিক্ষার্থীরা এখন বাংলাদেশের সংস্কৃতি ভুলে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা আমাদের নিজস্ব সংস্কৃতি গান, গল্প, কবিতা চর্চা বাদ দিয়ে দিয়েছেন। আর এর জন্যে অভিভাবকরাই দায়ী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন ভারতের সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আব্দুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। সেখানে তাদের সংগীত বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা