বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিকে বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে অবহিত করে প্রবীণ রাজনীতিবিদ আ স ম আব্দুর রব বলেছেন, বাংলাদেশ একটা লুটের মাল। আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আসল ঘটনা এখনো আড়ালে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রব। আরও বক্তব্য দেন শহীদ সার্জেন্ট জহুরুল হকের ভাতিজি নাজনীন হক মিমি, জেএসডির সাংগঠনিক সম্পাদক জিয়া খন্দকার ও সুলতান বাচ্চু। কোন সংগঠনের নাম-পরিচয়হীন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন সেলিম।
আলোচনা সভায় আ স ম রব বলেন, এখন অনেকে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। অথচ বঙ্গবন্ধুর চার খলিফাদের কেউ খবরও নেন না। সিরাজুল আলম খানের খবর কেউ নেয় না। আব্দুল কুদ্দুস মাখনের মৃত্যুর পর মরদেহ বিদেশ থেকে আনার টাকা হয় না। আর আব্দুর রাজ্জাকের চিকিৎসার জন্য টাকা তুলতে অনেকের বাড়িতে বাড়িতে যেতে হয়েছে।
এক সময়ে ছাত্রলীগের তুখোড় নেতা ও ডাকসুর সাবেক এই ভিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনার পিতা আমাদের নেতা ছিলেন। আমরা তার ঘনিষ্ট ছিলাম। অথচ জাতীয় পতাকার ইতিহাস নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, 'পটুয়া কামরুল হাসান পতাকার ডিজাইন করেছেন। এটা মিথ্যা কথা। জাতীয় পতাকা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে।
জেএসডি সভাপতি তার বক্তব্যের শুরুতে সার্জেন্ট জহুরুল হককে স্বাধীনতার প্রথম শহীদ উল্লেখ করে বলেন, সেনানিবাসে দুপুরের খাবার শেষে যখন যেটুকু উদ্বৃত্ত থাকতো, তখন সে খাবার সেনা কর্মকর্তা সার্জেন্ট জহুরুল হক ভিক্ষুকদের দিতেন। এমনি একদিন ভিক্ষুকদের খাবার দেওয়ার সময় পাকবাহিনী তাকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের ধারক-বাহক। ৬ দফায় অনুপ্রাণিত হয়েছিলেন তৎকালীন এই সেনা কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/ এস আহমেদ