তথ্যপ্রযুক্তিবিদ তানভীর জোহাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত ১৬ মার্চ থেকে নিখোঁজ ছিলেন জোহা। তার স্ত্রী ডা. কামরুন নাহার জানিয়েছিলেন, গত বুধবার রাত ১২টার দিকে জোহার সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়। জোহা তাকে বলেছিলেন, সিএনজিচালিত অটোরিকশা করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছেন। ওই সময় তিনি ক্যান্টনমেন্টের পাশের কচুক্ষেত এলাকায় তাদের অবস্থান বলেও জানান। জোহার সঙ্গে থাকা বন্ধুর নাম ইয়ামির আহমেদ। রাত দেড়টার দিকে ওই বন্ধু ফোনে জানান, জোহা অপহৃত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৬/ রশিদা