সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রেয়াজ উদ্দিন নয়ন (২৭)। মঙ্গলবার রাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মোল্লা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিনের পক্ষে প্রচারণা শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা শেষ করে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। দুর্বৃত্তরা কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান বলেন, 'লাশের ময়নাতদন্ত হয়েছে। দাফনের পর মামলা দায়ের করতে নিহতের স্বজনরা থানায় আসবেন বলে জানিয়েছেন।'
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ