হত্যার হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ মধ্য বাড্ডার পোষ্ট অফিস গলির মোন্তার বাজার এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে বাদল হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।
এ বিষয়ে বাদীর আইনজীবী নাসিমা আখতার সাংবাদিকদের জানান, ঘটনার স্থান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ ও অটো ডিকোরেটর নামক বাদীর দোকান দেখিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫ (১) (২) (৩) (৪) ধারায় মামলাটি করা হয়েছে। পরে বিচারক বাদী জবান বান্দি শেষে মামলা গ্রহণ করেছেন।
মামলার আসামিরা হলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, এস আই জাহাঙ্গীর হোসেন, এস আই আবুল কালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কামিশনার শফিউল্লাহ শফি, ৪৬৩ দক্ষিন বেগুনবাড়ীর মশিউর রহামান মিরান, মিনহাজুর রহমান, ইয়াছমিন রহমান, ৮/৩ দক্ষিন বেগুনবাড়ীর হোসেন খান, জনৈক ফরুক আহম্মেদ, নুরুন্নবী, মাইনউদ্দিন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী দোকান ভাড়া নিয়ে সাত বছর যাবৎ সুনামের সঙ্গে গাড়ীর ডেকরেশনের ব্যবসা করেন। আসামিরা দীর্ঘদিন যাবৎ বাদীর মালিক অমৃত বিশ্বাসের সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করিয়া আসছে। এ ঘটনায় ঢাকার জেলা মেজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। পরে বাদীর দোকানের মালিক অমৃত মালিকানা সংকান্ত কাগাজপত্র সাত মার্চ থানায় জমা দেন। পরে জমির মালিক পক্ষকে থানায় ডাকা হলে তারা ১২ মার্চ থানায় গিয়ে দেখেন ওসিসহ অনান্য আসামিরা ২৫ থেকে ৩০ জন লোক নিয়া বসে আছেন। এসময় লিখিত ভাবে চার, পাঁচ ও ছয় নম্বর আসামিকে দোকান বুঝিয়ে দিতে বলেন। যদি দোকান বুঝিয়ে না দেই তাহলে বাদী ও তার মালিকের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে জেল হাজতে ঢুকাবে বলে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমাকি দেয়। এরপরে বাদীকে একটি অঙ্গীকার নামায় জোড় করে স্বাক্ষর নিতে চেষ্টা করে ও হত্যার হুমাকি দেয়। পরে জীবন বচানোর জন্য বাদী ওই অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। পরে বাদী এ বিষয়ে ১৫ মার্চ প্রধানমন্ত্রীর কার্যলয়ের এস.পি বরারব ও পুলিশ কমিশনার বরাবরে লিখিত ভাবে অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন