‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই আয়োজন করে।
এসময় মেয়র মোহাম্মদ সাইদ খোকন বলেন, এ ধরনের অভিযানে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। মেয়রের দায়িত্ব সকলের। সবাই নিজ নিজ অবস্থান হতে এ দায়িত্ব গ্রহণ করলে ঢাকা শহর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহরে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে গুলিস্তান থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের একটি রুট খোলাইখাল পর্যন্ত সংযোগ দেয়ারও প্রস্তাব করেন সাঈদ খোকন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সঞ্চলনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল হোসেন, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ