রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন তিন রাস্তার মোড়ে বাস চাপায় মো. হান্নান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় শামীম (২০) নামে আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সকাল পৌনে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় হান্নান ও শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টার দিকে হান্নানকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-১১