রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হান্নান (২৭) নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রামপুরার ওয়াপদা রোডের ১নং বাগিচা টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হান্নান ২২ নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী বলে জানা গেছে। পেশায় প্রাইভেটকার চালক মান্নানের একটি রিকশা গ্যারেজ রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব