র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের সভাপতি আনিছুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নেতা এসএম ইকবাল, নুরুল আলম ফরিদ, কাজী আবুল কালাম আযাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ