রাজধানীর ফর্মগেটে গ্রিন সুপারমার্কেটের পেছনে আমবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুল আলম জানিয়েছেন, আগুনে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব