রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহীন ফকির।
তিনি বলেন, সকালে রূপনগরের বেড়িবাঁধে একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব