রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এই দুই চার্জশিট দাখিল করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কবিবুর রহমান।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ, আমান উল্লাহ আমান, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা তাছলিম আজাহার, মকবুল আহম্মেদ ও মজিবুর রহমান।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে পল্টন মোড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পল্টন থানার এএসআই আবদুল মালেক বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব