বিশিষ্ট ব্যবসায়ী গৌতম সাহা আর নেই। গতকাল মঙ্গলবার রাতে ব্যাংককের স্থানীয় একটি পুলিশ হাসপাতালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর স্ত্রী সাথী গাঙ্গুলী মিরপুর সরকারি বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক এবং একমাত্র পুত্র মান্না সাহা লন্ডনে অধ্যায়নরত।
গৌতম সাহা ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের সদস্য ছিলেন। দেশে আনার পর তার লাশ কিশোরগঞ্জের কটিয়াদিতে দাহ করা হবে।
এর আগে, গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্যাংককে একটি রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ফলে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে স্থানীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে মাথায় অস্ত্রোপচার করা হয়। ওই হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গতকাল রাতে তিনি না ফেরার দেশে চলে যান।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব