খুলনার দিঘলিয়ায় মণ্ডল জুটমিলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন ওই পাটকলে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ''স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় শ্রমিকরা মিলের কাজে যোগ দেওয়ার পরপরই হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত পুরো মিলে ছড়িয়ে পড়ে আগুন।
দিঘলিয়া থানার ওসি মো. রবিউল হোসেন জানান, হতাহতের কোনো খবর বা ক্ষয়-ক্ষতির তথ্য প্রাথমিকভাবে তারা পাননি।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব