থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুদবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, গত ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগমও। গত বছরও দুই দফায় সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সে সময় চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান ফখরুল। এরপর ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে আবার সিঙ্গাপুরে যান তিনি।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব