ঢাকা মহানগরীরতে উল্টো পথে যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক কুমার শেখর।
এ বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, রাজধানীতে বহু গণ্যমান্য ব্যক্তি (ভিআইপি) উল্টোপথে গাড়ি চালান। তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গাড়িও উল্টোপথে চলাচল করে। এতে জনগণের দুর্ভোগ ও দুর্ঘটনা বাড়ছে। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, এটি শাস্তিযোগ্য অপরাধ।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ