নিষিদ্ধ ঘোষিত পলিথিনের কারখানা ও গুদামে অভিযান চালিয়ে ৪ টন ৬৫ কেজি পলিথিনের শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার সকালে নগরীর রৌফাবাদ এলাকার পিলিক্স প্যাক কারখানায় অভিযান চালিয়ে ৬৫ কেজি এবং রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলিতে পলিথিনের গুদাম থেকে চার টন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
পৃথক এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক ও উপ পরিচালক মো. মাহিদুর রহমান। পরে নিষিদ্ধ এই পলিতিনগুলো ধ্বংস করে ফেলা হয় বলে জানান পরিচালক আজাদুর রহমান।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন