ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বেদম মারধরের শিকার হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের দুই ছাত্র সৌরভ হোসেন ও মেহেদী হাসান প্লাবন। এসময় প্রতিবাদ করায় তাদের সহপাঠী রুবাইয়া আক্তার নিশিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বেলা ১২টার দিকে লাহারহাট ফেরীঘাটে এ ঘটনা ঘটে।
পরে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিল মৃধা, ফয়সাল হোসেন এবং একই কমিটির সদস্য মো. রাকিবকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠীর প্রধান ক্যাম্পাস থেকে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের সৌরভ হোসেন, মেহেদী হাসান প্লাবন, রুবাইয়া আক্তার নিশি, নুসরাত জাহান নীপা, মুন আক্তার এবং নাফিজা আক্তার সকাল সাড়ে ১১টায় লাহারহাট ফেরীঘাটে বেড়াতে যায়। এসময় তারা গ্রুপ ছবি তুলছিলেন।
এ সময় বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিল মৃধার নেতৃত্বে ৭ জনের একদল উচ্ছৃংখল যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছবি তোলার কারন জানতে চায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাকিল সহ অন্যান্যরা সৌরভ হোসেন ও মেহেদী হাসান প্লাবনকে বেদম মারধর করে।
এসময় দুই সহপাঠীকে কোন কারন ছাড়াই পেটানোর দৃশ্য দেখে রুবাইয়া আক্তার নিশি এর প্রতিবাদ করেন। এ সময় নিশিকেও চর-থাপ্পর দেয়া হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। মারধরের এক পর্যায়ে ৬ শিক্ষার্থীর কাছে থাকা ৬ টি মুঠোফোন এবং নগদ ১ হাজার ১শ’ ৭০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাকিল মৃধা, ফয়সাল হোসেন এবং রাকিবকে আাটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শিক্ষার্থীদের ছিনতাই হওয়া ৬টি মুঠোফোন এবং ১ হাজার ১শ’ ৭০ টাকা।
এ ঘটনার বিচার চেয়ে নির্যাতিত ছাত্র সৌরভ হোসেন বাদী হয়ে ছাত্রলীগ নেতা শাকিলসহ ৭ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযান পরিচালনাকারী বন্দর থানার এসআই আমজাদ হোসেন জানান, লিখিত অভিযোগের সূত্র ধরে ৩ ছিনতাইকারীকে ৬টি মুঠোফোন ও ১ হাজার ১শ’ ৭০ টাকা সহ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন এবং ছিনতাইয়ের ঘটনায় আটক বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিলসহ ৩ জনকে ছাড়িয়ে নিতে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ অনেকই তদবির করছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-২৪