মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা। নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়া দেয়াল চাপায় নিহত হলেন জান্নাতুল নাহার (৩৬)।
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাবিলার স্কুলের বাইরে অপেক্ষায় থাকা মা জান্নাতুল নাহার এই মর্মান্তিক ঘটনার শিকার হন।
বুধবার দুপর সাড়ে ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগরের ‘ব্রাইট কেজি এন্ড হাই স্কুল’র সামনে এ ঘটনা ঘটে। জান্নাতুল নাহার মিয়া খান নগরের বাসিন্দা আবুল কাসেমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, ব্রাইট কেজি এন্ড হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী নাবিলা মরিয়মকে নিতে এসেছিলেন তার মা। স্কুল ছুটির অপেক্ষায় সীমানা প্রাচীরের পাশেই বসা ছিলেন তিনি। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি জান্নাতুল নাহারের গায়ের উপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুপুর ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ট্রাকটির (চট্টমেট্রো : ১১-০১১৮) চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন