তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকার নাম ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’।
জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল আরো বলেন, বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ৪৩০টি। সাপ্তাহিক পত্রিকার সংখ্যা ৯৩টি। সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ‘চিত্রবাংলা’। পাক্ষিক পত্রিকা ২০টি। সর্বাধিক প্রচারিত পাক্ষিক ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’। প্রকাশিত মাসিক পত্রিকার সংখ্যা ২৩টি। সর্বাধিক প্রচারিত ‘মাসিক মদিনা’।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন