গাজীপুরের টঙ্গীতে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক ভিক্ষুকের মৃত্যু এবং আরও একজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফুট ওভারব্রিজে এ ঘটনা ঘটে।
মাদকাসক্ত ওই যুবক বিল্লাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫-৬০ বছর। আহত ভিক্ষুকের নাম জামাল হোসেন (২৫)। তিনি নেত্রকোনার কলমাকান্দা থানার হাফিজ উদ্দিনের ছেলে। জামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, শনিবার দুপুর ১টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকায় ফুট ওভারব্রিজে ভিক্ষা করছিলেন ওই দুই ভিক্ষুক। এ সময় মাদকাসক্ত যুবক বিল্লাল হোসেন টাকার জন্য ওই দুই ভিক্ষুককে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং জামাল হোসেনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠান।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন