চট্টগ্রামে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দ্বীন মোহাম্মদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গ্রেফতার হওয়া দ্বীন মোহাম্মদ ইয়াবাগুলো বিক্রি করার জন্য কক্সবাজারে উখিয়া থেকে নগরীতে নিয়ে আসে। গোপনসূত্রে এ খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদরঘাট এলাকায় অবস্থান নেয়। পরে দ্বীন মোহাম্মদকে আটক করে দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদরঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ