ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ২০তম সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
ড. হাছান বলেন, এবার ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ স্লোগান নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সম্মেলনের এ স্লোগান নির্ধারণ করে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন