সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে স্কুলছাত্রকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে দুই অপহরণকারী আটক হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খান্কা মসজিদ এলাকায় তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক জানান, রূপগঞ্জ থানার পশ্চিমগাঁও এলাকার নেসার মিয়ার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহিন খেলার জার্সি কেনার জন্য শিমরাইল মোড়ের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে আসে। সেখান থেকে কেনা কাটা সেরে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ডাচ বাংলা ব্যাংক এলাকার সামনে থেকে তার পিছু নেয়। মাহিনের কাছে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় দ্রুত হাটতে থাকে। এ সময় যুবকরা পিছন থেকে তাকে দাঁড়াতে বলে। তখন মাহিন দৌড়ে খান্কা মসজিদের সামনে চলে আসে এবং ওই যুবকরাও পিছু পিছু আসে। এ সময় তাকে জোরপূর্বক টেনেহিছড়ে নিয়ে যেতে চাইলে জনতা দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।
আটককৃত আবুল হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সব্জীকান্দি গ্রামের আব্দুল মতিনের ছেলে ও আলম মিয়া চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের মোস্তফার ছেলে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ