চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে প্রায় এক কিলোমিটার জুড়ে মানববন্ধনের আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা। সোমবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত এ মানববন্ধনে চট্টগ্রামের সর্বস্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে কোরবানির ঈদের দিন রাতে উক্ত এলাকায় বিশ্ববিদ্যালয়ের জাহিন ফাইয়াজ হক নামের ২০ বছরের এক তরুণ নিহত হয়েছিল। জাহিন ছিল বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের ছাত্র। তাই উক্ত মানববন্ধনে নেমে আসে শোকের ছায়া।
চবির ২৩তম ব্যাচ আয়োজিত মানববন্ধনে শোকাহত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি ও বিশিষ্ট সমাসেবক এসএম আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পিপি এড. আবুল হাশেম, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, ব্যবসায়ী সিরাজুল ইসলাম কমু, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নেতা এসএম রাশেদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নিহত রায়াতের খালা শামিমা রহমানসহ আরো অনেকে।
এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠেনর নেতারা। এদের মধ্যে দৈনিক চট্টগ্রাম মঞ্চের সিনিয়র সাংবাদিক কামরুল হাবিব, ব্যাংকার আসিফুল হক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিব, সংগঠক মাহমুদুর রহমান শাওন, এনামুল হকসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার