চট্টগ্রামের বাঁশখালীতে গলায় কৈ মাছ আটকে সজল দাশ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সজল বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার বিকালে গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কৈ মাছ সজলের গলায় আটকে যায়। তাকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিস্থিতি জটিল হওয়ায় সজলকে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, বিকালে পুকুর সেচে মাছ ধরার সময় একটি ছোট কৈ মাছ তিনি মুখে আটকে রেখে অন্য মাছ ধরছিলেন। এ সময় মাছটি তার মুখের মধ্য দিয়ে গলায় গিয়ে আটকে যায়। প্রথমে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই সজলের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ