চট্টগ্রামস্থ ৯ আর্ম পুলিশ ব্যাটালিয়ন (৯-এপিবিএন) এর বিশেষ একটি দল কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৩২ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়েছে। চোলাইমদ মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে ৯-এপিবিএন এর অপারেশন অফিসার উপ-পরির্দশক কায়ুমউদ্দিনের নের্তৃত্বে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাঝিরঘাট সড়কস্থ হাঙ্গরপাড়া মীমা কুঠিরে এ অভিযান চালানো হয়।
এসময় প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ি মিমা রাখাইন পালিয়ে গেলেও আটক করা হয় তার ছেলে মংসিন রাখাইন(২৬)কে। তার বাবার নাম আব্রো রাখাইন। সূত্রটি জানায়, মীমা রাখাইন কক্সবাজার শহরের একজন প্রতিষ্ঠিত মাদকসম্রাজ্ঞী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "আটক চোলাইমদ গুলো থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর