বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত চীনের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার জেন শিয়াসং এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতার এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আলোচনায় আশা প্রকাশ করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন