চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার কবিরহাট থানার চাপরাশিরহাট এলাকার ইসহাক মিয়ার ছেলে সজীব মিয়া(২৩) ও ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং সেইলার্স কলোনীর মৃত আবদুল মান্নানের ছেলে মো.শাহীন (২৭)।
শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর সদরদফর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন