নারায়ণগঞ্জের আলোচিত ডাকাত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু বাহিনীর সঙ্গে ডিবি (গোয়েন্দা) পুলিশের আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীর এক সদস্যকে আটক করা হলেও পালিয়ে গেছেন দেলু।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ফতুল্লার তল্লা পাঠাগারের সামনে প্রায় ২০ মিনিট ধরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় তল্লা পাঠাগারের সামনে অভিযান চলায় ডিবির একাধিক টিম। এ সময় পুলিশের উপস্থিতি টেরে পেয়ে দেলু ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় ঘটে। পরে দেলুসহ তার বাহিনীর অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে আনিস (৩৫) নামে এক সহযোগীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক আনিস ওই এলাকার মোশাররফ মিয়ার ছেলে। তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
এর আগে, ১ অক্টোবর ভোরে প্রথম দফায় শহরের খানপুর সরদার পাড়া এলাকাতে ডিবির সঙ্গে দেলু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব