রাজধানীর উত্তর বাড্ডার খান মসজিদের কাছে একটি বাসা থেকে মা ও দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চকুন ভিলা নামে একটি পাঁচতলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উদ্ধারকৃতরা হলেন- মা শাহানা বেগম তার মেয়ে আরিয়া (দেড় বছর) ও আগমনী (৪)। অচেতন শাহানা বেগমের স্বামী আমজাদ হোসেন। তিনি একটি বেসরকারি আফিসে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে আমজাদ হোসন বাসায় ফিরে দরজা ধাক্কা দিলে শাহানা বেগমের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা দরজা ভেঙে মা-মেয়েদের অচেতন অবস্থায় দেখতে পায়।
এরপর দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পরেই ছোট মেয়ে আরিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৬/হিমেল