সাম্প্রতিকালে রেললাইন ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। আর তাই এই দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা, মাইকিং ও লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে লিফলেট বিতরণ শুরু হয়। মিরসরাইয়ের চিনকি আস্তানা পর্যন্ত এ প্রচারণা চলে। জনগণকে সচেতন করতে মাসব্যাপী এ প্রচারণা চলবে বলেও জানান কর্মসূচির নেতৃত্ব থাকা চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল ইসলাম।
এদিন, কর্মসূচিতে আরও অংশ নেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুল আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মজিবুল হক, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী প্রমুখ।
সামসুদ্দীন চৌধুরী বলেন, জনসচেতনতা বাড়লে ও যাত্রীসাধারণ সচেতন হলে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা অর্ধেক কমে যাবে। ট্রেন ভ্রমণে ও রেললাইনে চলাচলে যাত্রী সাধারণের এমন মৃত্যু কাম্য নয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এ উদ্যোগকে সাধুবাদও জানান বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির এই নেতা।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব