গাজীপুরের টঙ্গীর উত্তর আরিচপুর এলাকা থেকে সোমবার বস্তাবন্দি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার ভোর রাতে উত্তর আরিচপুর এলাকার একটি ড্রেনের সামনে কে বা কারা বস্তাবন্দি করে নবজাতকের লাশটি রেখে চলে যান। পথের কুকুর বস্তাটি টানা হেঁচড়া করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা এগিয়ে এসে বস্তায় একটি মৃত শিশুর লাশ দেখতে পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি সকাল ১০টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন
এব্যাপারে টঙ্গী থানার ওসি (অপারেশন) মো. আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।