চট্টগ্রামের বাঁশখালীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মো. রিদওয়ান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ারও নির্দেশ দিয়েছেন।
এছাড়া ধর্ষণের অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত মো. নাসির প্রকাশ বাদশা নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন।
আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় দেন।
ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার বলেন, আসামি রিদওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। নাসিরের বিরুদ্ধে অভিযোগ পরবর্তীতে আসামি প্রত্যাহার করে নেয়।
২০০৮ সালের ১৫ জুলাই বিকেল ৩টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে রিদওয়ান ও নাসির মিলে প্রতিবেশী ১৫ বছর বয়সী এক তরুণীকে তাদের গরু বাঁধার ঘরে নিয়ে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ধর্ষিতা তরুণী নিজেই ১৬ জুলাই বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেছিলেন।
২০০৮ সালের ৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ২৭ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১২ জনের মধ্যে রাষ্ট্রপক্ষ ৪ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন।
খালাস পাওয়া নাসির ২০১৩ সালের ৫ জুলাই গ্রেফতারের পর থেকে কারাগারে থাকলেও দণ্ডপ্রাপ্ত রিদওয়ান পলাতক আছেন।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম