টঙ্গীর পাশে তুরাগ ডিয়াবাড়ি এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা নাম আব্দুল কাফি। তার বয়স হয়েছিল ৬২ বছর। নিহত আ.কাফি গাইবান্ধা জেলার ষাঘাটা থানার বেঙ্গা পাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। আব্দুল কাফির লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে তুরাগ থানা পুলিশ।
নিহতে স্বজনরা জানায়, ঘটনারদিন গতকাল সকাল এগারটার সময় একটি প্রতিষ্ঠানে কিস্তির টাকা জমা দেওয়ার উদ্যেশে বাসা থেকে বেড় হন। এ সময় ডিয়াবাড়ি এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে টঙ্গী পাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তুরাগ থানার এসআই খগেন্দ্র এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চত করেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর