রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায় বুধবার দুপুরে বাসায় প্রবেশ করে জেএসসি পরীক্ষার্থীকে (ডালিয়া আক্তার) কুপিয়ে আহত করেছে পাপ্পু শেখ নামে এক বখাটে । আহত অবস্থায় তাকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দরের কাঠ ব্যবসায়ী হান্নান শেখের বখাটে ছেলে পাপ্পু শেখ (২৫) আজ বুধবার দুপুরে পার্শ্ববর্তী ভাড়াটিয়া ইটালী প্রবাসী বক্কার শেখের মেয়ের (ডালিয়া আক্তারের) সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বাসায় প্রবেশ করে। বাসায় কেউ না থাকার সুযোগে বখাটে পাপ্পুর সাথে ডালিয়ার মেমোরি কার্ড ল্যাপটপে ভরে দেখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাপ্পু ডালিয়ার হাতে কেচি দিয়ে কোপায়। এসময় ডালিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডালিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস মডেল হাসপাতালে ভর্তি করে ।
জেএসসি পরীক্ষার্থী ডালিয়া জানায়, "৪ বছর পূর্বে একই মালিকের বাসায় আমরা ভাড়া থাকতাম। এখন অন্য মালিকের বাসায় ভাড়া থাকি। বুধবার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে পাপ্পু আমাদের বাসায় প্রবেশ করে আমাকে মেমোরি কার্ড ল্যাপটপে ভরে দেখার জন্য চাপ প্রয়োগ করে। এতে আমি অপারগতা জানালে সে আমাকে কেচি দিয়ে কোপায়।
ডালিয়ার মা জানায়, "আমরা বাসায় কেউ না থাকার সুযোগে বখাটে পাপ্পু শেখ বাসায় ঢুকে আমার মেয়ের উপর হামলা চালায় এবং আমাদের মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, প্রেমের সম্পর্কের কারনে এ ঘটনা ঘটেছে। কিন্তু কোন লুটপাটের ঘটনা ঘটেনি ।
এসআই মিথুন কুমার মন্ডল জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর