সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনের নিজ বাড়ি থেকে খান মজলিস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত খান মজলিস ওই এলাকার আলী সরকারের ছোট ছেলে।
পুলিশ সূত্র জানায়, আজ সকালে খান মজলিসের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম