সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৯টায় দিকে চিকিৎসকরা তাকে এইচডিইউ থেকে ১১২৬ নম্বর কেবিনে স্থানান্তর করেন। তার চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিষয়ে চিকিৎসকরা জানাবেন।
এর আগে খাদিজার শরীর থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রপাতি ও খাওয়ানোর জন্য যন্ত্রপাতি খুলে নেয়া হয়। তারপর শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে খাদিজাকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম