বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে নয় বোতল বিদেশি মদসহ গৌতম কুমার (৩৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে। আটক গৌতম ফরিদপুরের কোতোয়ালি থানার নরানপুর গ্রামের নিশিকান্ত দাসের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক যাত্রীদের চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করে।
এ বিষয়ে আটক গৌতম জানান, "তিনি পাসপোর্ট যোগে ভারত থেকে ফেরার সময় তার ব্যাগ চেকপোস্টে কর্মরত এককুলি বহন করে। এ সময় ওই কুলি তার ব্যাগে কৌশলে মাদক ঠুকিয়ে তা পার করার চেষ্টা করছিল। কিন্তু বিজিবি সদস্যরা ওই কুলিকে ছেড়ে দিয়ে তাকে আটক করে পুলিশে দেয়।"
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর গতিরোধ করে বিজিবি সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।"
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, "শুক্রবার (২৮ অক্টোবর) তাকে যশোর আদালতে পাঠানো হবে।"
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/তাফসীর